New Update
/anm-bengali/media/media_files/IZFA1j1IzDtZvFJQOtm3.jpg)
নিজস্ব সংবাদদাতা : বিহার নির্বাচনের আগে এবার আরজেডি-কংগ্রেস জোটকে একহাত নিলেন জন সুরাজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর। তিনি বলেন,''আরজেডি (RJD) এবং কংগ্রেস বর্তমানে ১১টি আসনে একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছে। এটাই প্রমান করে যে মহাগঠবন্ধন আসলে কখনোই ঐক্যবদ্ধ ছিল না।"
/filters:format(webp)/anm-bengali/media/media_files/7nXm8rEfUX9HAXWh8cCb.jpg)
এরপর তিনি বলেন,''আরজেডি (RJD) সব সময় সবাইকেই একই রকম চোখে দেখে রাজনীতি করে এসেছে। গত ২০ বছর ধরে তারা কংগ্রেসের সঙ্গেও একই রকম ব্যবহার করছে। আপনারাই বলুন আজ বিহারে কংগ্রেসের আসল অবস্থা কী ?"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us