BREAKING: আরজেডি (RJD)-র ইচ্ছেতেই চলে কংগ্রেস ! ফের বিস্ফোরক প্রশান্ত কিশোর

কি বললেন প্রশান্ত কিশোর ?

author-image
Debjit Biswas
New Update
prashant-kishor-696x392

নিজস্ব সংবাদদাতা : বিহার নির্বাচনের আগে ফের একবার কংগ্রেসকে চরম আক্রমণ করলেন প্রশান্ত কিশোর। তিনি বলেন,''কানহাইয়া কুমার এখন বিহারে কংগ্রেস পার্টির অন্যতম প্রভাবশালী নেতা। এটাই প্রমাণ করে আমরা এতদিন যা বলে আসছিলাম, তা আসলেই সঠিক। আরজেডি  (RJD) কখনই চাইবে না যে কানহাইয়ার মতো কোনও প্রভাবশালী নেতা বা অন্য কোনও নতুন নেতা কংগ্রেসে সক্রিয় হয়ে উঠুক। বিহারে কংগ্রেসের কোনও সংগঠনগত ভিত্তি নেই। কংগ্রেস আরজেডির নির্দেশেই চলে।”

prashant kishorq2.jpg