BREAKING: গরিব মানুষের খরচে ভিড় বাড়াচ্ছেন মোদি ! মোদির বিহার সফরের আগেই তীব্র কটাক্ষ করলেন প্রশান্ত কিশোর

কি বললেন জন সুরাজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর ?

author-image
Debjit Biswas
New Update
prashant kishorq1.jpg

নিজস্ব সংবাদদাতা : এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিহার সফরের আগেই,বিজেপিকে এক তীব্র কটাক্ষ করলেন জন সুরাজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর। তিনি বলেন,''গরিব মানুষের খরচে বিহারের সমস্ত জেলাগুলি থেকে ভিড় জড়ো করা হচ্ছে। যাঁরা আমাদের কিছু দিচ্ছেন না, তাঁরা আমাদের কাছ থেকে কেন সবকিছু নিচ্ছেন ? এই প্রশ্ন সবাইকার করা উচিত। বিহারের সাধারণ মানুষ এখনও বহু মৌলিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত, অথচ রাজনৈতিক প্রচারে কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে।''

narendra modiio1.jpg