তেজস্বী নন, বিহারের মানুষ অন্য কাউকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চায় ! কার কথা বললেন প্রশান্ত কিশোর

কি বললেন প্রশান্ত কিশোর ?

author-image
Debjit Biswas
New Update
prashant-kishor-696x392

নিজস্ব সংবাদদাতা : এবার বিহারের নির্বাচন ও তার ফলাফল নিয়ে এক বড় মন্তব্য করলেন জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা এবং রাজনৈতিক কৌশলবিদ প্রশান্ত কিশোর। তিনি বলেন,''রাহুল গান্ধী তেজস্বী যাদবকে বিহারের মুখ্যমন্ত্রী মনে করুন বা না করুন, বিহারের মানুষ সিদ্ধান্ত নিয়েছেন যে তেজস্বী যাদব তাদের মুখ্যমন্ত্রী নন।”

prashant kishorq2.jpg

এরপর তিনি বলেন,''বিহারের রাজনীতিতে রাহুল গান্ধী এবং কংগ্রেস দলের ভূমিকা কী ? রাহুল গান্ধী এসে প্রধানমন্ত্রী মোদিকে গালাগালি দেবেন, আর প্রধানমন্ত্রী মোদি এসে রাহুল গান্ধীকে গালাগালি দেবেন, কিন্তু কেউই বিহারের শিক্ষা বা কর্মসংস্থান নিয়ে কথা বলবে না।”