BREAKING: বিহারে ২৪৩টি আসনেই প্রার্থী দেবে জন সুরাজ পার্টি ! বড় ঘোষণা করলেন প্রশান্ত কিশোর

কি বললেন প্রশান্ত কিশোর ?

author-image
Debjit Biswas
New Update
prashant kishorq2.jpg

নিজস্ব সংবাদদাতা: এবার বিহার নির্বাচন নিয়ে এক বড় দাবি করলেন জন সুরাজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর। তিনি বলেন,''মানুষের এবিষয়ে কোনও আগ্রহই নেই যে কে কতগুলি আসনে লড়ছে। তারা শুধু জানতে চায়, বিহারে কীভাবে শিক্ষার উন্নতি হবে, কীভাবে রাজ্য থেকে মানুষের বহির্মুখী অভিবাসন বন্ধ হবে, আর কীভাবে দুর্নীতি রোধ করা যাবে। আমাদের দল সবকটি আসনেই লড়বে। কারণ জন সুরাজ পার্টি একটি বিকল্প হিসেবে মানুষের সামনে একটি নতুন দিশা ও পরিকল্পনা তুলে ধরতে প্রস্তুত।''

prashant kishorq1.jpg