নিজস্ব সংবাদদাতা : এবার বিহার নির্বাচনের আগেই এক বড় দাবি করলেন জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর। তিনি বলেন,''গত ৩ বছরে আমি বিহারের প্রায় ৫০০০ গ্রামে গিয়েছি, তার মধ্যে ২ বছর পায়ে হেঁটেই গিয়েছি। আমি কারও কাছে ভোট চাই না। কারণ, বাকি সবাই আসে আর শুধু ভোট চায়। আপনাদের মধ্যে কেউ কেউ ৪০-৫০ বছর ধরে কংগ্রেসকে জিতিয়েছেন, কেউ কেউ লালুকে রাজা বানিয়েছেন, আর কেউ কেউ ২০ বছর ধরে নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী করে রেখেছেন। কিন্তু আপনার জীবনে কিছু বদলায়নি। তাই আমি আপনাদের কাছে ভোট চাইতে নয়, আপনাদের পথ দেখাতে এসেছি।''
/anm-bengali/media/media_files/AMb58Ygqva0Un9KcPJnA.jpg)
BREAKING: ভোট চাই না, পথ দেখাতে এসেছি ! বিহার নির্বাচনের আগে বড় দাবি করলেন প্রশান্ত কিশোর
কি বললেন প্রশান্ত কিশোর ?
নিজস্ব সংবাদদাতা : এবার বিহার নির্বাচনের আগেই এক বড় দাবি করলেন জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর। তিনি বলেন,''গত ৩ বছরে আমি বিহারের প্রায় ৫০০০ গ্রামে গিয়েছি, তার মধ্যে ২ বছর পায়ে হেঁটেই গিয়েছি। আমি কারও কাছে ভোট চাই না। কারণ, বাকি সবাই আসে আর শুধু ভোট চায়। আপনাদের মধ্যে কেউ কেউ ৪০-৫০ বছর ধরে কংগ্রেসকে জিতিয়েছেন, কেউ কেউ লালুকে রাজা বানিয়েছেন, আর কেউ কেউ ২০ বছর ধরে নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী করে রেখেছেন। কিন্তু আপনার জীবনে কিছু বদলায়নি। তাই আমি আপনাদের কাছে ভোট চাইতে নয়, আপনাদের পথ দেখাতে এসেছি।''