BREAKING: বিহার কি এই দেশের অংশ নয় ? এবার রাজনাথ সিংয়ের বিরুদ্ধে তোপ দাগলেন প্রশান্ত কিশোর

কি বললেন প্রশান্ত কিশোর ?

author-image
Debjit Biswas
New Update
prashant kishorq1.jpg

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের কিছু মন্তব্যের প্রেক্ষিতে এবার নিজের প্রতিক্রিয়া দিলেন জন সুরাজ পার্টির  প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর। তিনি বলেন,''যদি বিজেপি সত্যিই দেশ গঠন করতে চায়, তাহলে দেশের মানুষ তো তাদের সেই দায়িত্ব ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন। কিন্তু রাজনাথ সিং-কে এটাও বলতে হবে—বিহার কি তাহলে এই দেশের অংশ নয় ? আমাদের যুবকরা শিক্ষা আর চাকরি কবে পাবে ? কেন আমাদের শ্রমিকেরা গুজরাটে গিয়ে কাজ করতে বাধ্য হচ্ছেন ? সবথেকে আগে রাজনাথ সিং এই প্রশ্নগুলির উত্তর দিন।"

f