ভোটের জন্য বিহারে আসছেন, কিন্তু মানুষ সব বোঝে ! ফের রাহুল-তেজস্বীকে কটাক্ষ করলেন প্রশান্ত কিশোর

কি বললেন প্রশান্ত কিশোর ?

author-image
Debjit Biswas
New Update
prashant kishorq1.jpg

নিজস্ব সংবাদদাতা : এবার রাহুল গান্ধী এবং তেজস্বী যাদবের বিহার সফর নিয়ে তীব্র সমালোচনা করলেন  জন সুরাজ-এর প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর। তিনি বলেন,"রাহুল গান্ধী এবং তেজস্বী যাদব পদযাত্রা করুন বা হেলিকপ্টারে ঘুরে বেড়ান, বিহারের মানুষ তাদের বছরের পর বছর ধরে দেখছে। রাহুল গান্ধী বিহারে কোনওদিন একদিনের জন্যও থাকেননি।" তিনি আরও অভিযোগ করেন যে,''এই নেতারা দিল্লির বুকে বিহারের মানুষকে নিয়ে উপহাস করেন। যখন মহারাষ্ট্র বা তেলেঙ্গানায় বিহারের মানুষের উপর হামলা হয়, তখন রাহুল গান্ধী কোনও প্রতিবাদই করেন না।''

rahul6