১১ বছরে বিহারে শিল্প কোথায় হয়েছে ? বিহারের কর্মসংস্থান নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুললেন প্রমোদ তিওয়ারি

কেন বিজেপিকে কাঠগড়ায় তুললেন প্রমোদ তিওয়ারি ?

author-image
Debjit Biswas
New Update
pramod tiwari

নিজস্ব সংবাদদাতা : এবার বিহারের কর্মসংস্থান নিয়ে ফের একবার বিজেপিকে কাঠগড়ায় তুললেন কংগ্রেস নেতা প্রমোদ তিওয়ারি। তিনি বলেন,''বিজেপির উচিত গত এগারো বছর ধরে বিহারে কোনও শিল্প স্থাপন করতে না পারার জন্য বিহারের মানুষের কাছে ক্ষমা চাওয়া। অথচ আপনারা শুধু পিস্তল নিয়েই কথা বলছেন।''

h

এরপর তিনি বলেন,''তেজস্বী যাদব বিহারের মানুষের সত্যিকারের প্রতিনিধি। তিনি তাদের অধিকারের জন্য লড়াই করেন।"