/anm-bengali/media/media_files/2025/07/17/screenshot-2025-07-17-1053-pm-2025-07-17-22-57-10.png)
নিজস্ব সংবাদদাতা: গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত আজ বলেন, রাজ্যের অভ্যন্তরীণ জলপথে সৌরচালিত ফেরি বোট ব্যবহারের গুরুত্ব অপরিসীম। পানাজিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, “গোয়ার অভ্যন্তরীণ জলপথে এই ধরনের সৌরচালিত ফেরি ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো পর্যটন এবং ওয়াটার ট্যাক্সি পরিষেবার জন্য ব্যবহার করা যেতে পারে।”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2024/12/17/chnKw5DeyHiEbWVLwXAL.webp)
মুখ্যমন্ত্রী আরও জানান, এই উদ্যোগ পরিবেশবান্ধব ও টেকসই পরিবহন ব্যবস্থাকে উৎসাহ দেবে। রাজ্যে জলপথভিত্তিক পর্যটনের প্রসারে সৌরচালিত নৌযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি আশাবাদী। সরকারের তরফে জানানো হয়েছে, সৌরচালিত ফেরি পরীক্ষামূলকভাবে চালু করা হলে ভবিষ্যতে বড় পরিসরে এই পরিষেবা সম্প্রসারণ করা হবে।
#WATCH | Panjim, Goa | Chief Minister Pramod Sawant says, "...It is very important to use such solar ferry boats in the inland waterways of Goa...It can be used for tourism and water taxi purposes." https://t.co/86sCyGCdbQpic.twitter.com/dD2SbUF5Ex
— ANI (@ANI) July 17, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us