BREAKING: কংগ্রেসের সময়েই হুমকির মুখে পড়েছিল সংবিধান ! বড় মন্তব্য করলেন প্রমোদ সাওয়ান্ত

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
c

নিজস্ব সংবাদদাতা : এবার সংবিধান হত্যা দিবস নিয়ে এক বড় মন্তব্য করলেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। তিনি বলেন,''২৫ জুন ১৯৭৫ সালে ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস সরকার যে জরুরি অবস্থা জারি করেছিল, তা ভারতের গণতন্ত্র ও সংবিধানের ইতিহাসে একটি কালো অধ্যায়।” এরপর তিনি আরও বলেন,''তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী মানুষের মৌলিক অধিকারগুলিকে দমন করেছিলেন, সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করেছিলেন এবং বিরোধী নেতাদের জেলে পাঠিয়েছিলেন। আজ ৫০ বছর পরেও সেই ঘটনার স্মৃতি আমাদের মনে করিয়ে দেয়, কীভাবে গণতন্ত্র বিপন্ন হয়েছিল ওই সময়ে।”

pramod swant