ভাষা বিতর্কে এবার সরব প্রহ্লাদ যোশী

মারাঠি ভাষায় কথা না বলার অভিযোগে বেলাগাভিতে বাস কন্ডাক্টরকে মারধরের অভিযোগ। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কী বললেন প্রহ্লাদ যোশ? জানুন বিস্তারিত।

author-image
Jaita Chowdhury
আপডেট করা হয়েছে
New Update
KAJJMc

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: মারাঠি ভাষায় কথা না বলার অভিযোগে গত ২২ ফেব্রুয়ারি বেলাগাভিতে কেএসআরটিসি বাস কন্ডাক্টরকে মারধরের পর মহারাষ্ট্র থেকে কর্ণাটক পর্যন্ত বাস পরিষেবা নিয়ে যে বিতর্ক চলছে, সে সম্পর্কে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেন, "মারাঠি ভাষায় কথা না বলার জন্য কন্ডাক্টরকে হেনস্থা করা অত্যন্ত নিন্দনীয়। কর্ণাটক সরকারের উচিত সম্ভাব্য কঠোরতম ব্যবস্থা নেওয়া, যাতে তারা দৃষ্টান্ত স্থাপন করতে পারে। মহারাষ্ট্র এবং কর্ণাটক পরিবহনের বাসগুলি মহারাষ্ট্রীয় এবং কন্নড় যাত্রীদের বহন করে। যাত্রীদের নিরাপত্তা একটি বড় বিষয়। ওইসব বাসে হামলা ও থামিয়ে দিলে দুই পারের সাধারণ মানুষ দুর্ভোগে পড়বে। মারাঠি বলতে না পারার জন্য কন্ডাক্টরকে হেনস্থা করার ঘটনার নিন্দা করছি আমি। কিন্তু একই সঙ্গে দু'দিক থেকেই সম্প্রীতি বজায় রাখতে হবে।"