প্রজ্জ্বল রেভান্না মামলা, কর্ণাটকে চাপ বাড়াচ্ছে গেরুয়া শিবিরের

প্রজ্জ্বল রেভান্নাকে নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন সিদ্দারমাইয়া।

author-image
Atreyee Chowdhury Sanyal
আপডেট করা হয়েছে
New Update
Prajwal Revanna 1714286244.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: জেডিএস সাংসদ প্রজ্জ্বল রেভান্নাকে জড়িয়ে 'অশ্লীল ভিডিও' মামলায় কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারমাইয়া এদিন বলেন, "এইচডি দেবগৌড়া নিজেই তাঁর নাতি প্রজ্জ্বল রেভান্নাকে বিদেশে পাঠিয়েছিলেন। কে তাকে ভিসা দিয়েছে? শুধুমাত্র বিজেপিই তাঁকে ভিসা করে দিয়েছে। প্রজ্জ্বল পেনড্রাইভ মামলাটি ডিসিএম ডিকে শিবকুমারের সাথে জড়িত নয়। কেন অমিত শাহ যৌন কেলেঙ্কারির অভিযোগে অভিযুক্তকে প্রার্থীপদের টিকিট দিল? সিট-এর উচিত স্বচ্ছভাবে এই মামলার তদন্ত করা।

siddaramaiah.jpeg

Prajwal-Revanna---File-Photo-_1714452223229_1714536582274-ezgif.com-avif-to-jpg-converter.jpg

Add 1