/anm-bengali/media/media_files/1Cdh1xyxQcvfJzORgbCm.jpg)
নিজস্ব সংবাদদাতা : কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ. ডি. দেবগৌড়ার নাতি এবং বহিষ্কৃত জেডিএস (JDS) নেতা প্রজ্জ্বল রেভান্নাকে এবার একজন গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হল। এই চাঞ্চল্যকর রায়টি এসেছে হাসান জেলার হোলেনারসিপুরার একটি ফার্মহাউসে সংঘটিত ধর্ষণের ঘটনার প্রেক্ষিতে। বিশেষ আদালতের বিচারক সন্তোষ গজানন ভাট এই মামলায় প্রজ্জ্বল রেভান্নাকে দোষী সাব্যস্ত করেন এবং তার বিরুদ্ধে আনা ধর্ষণ, যৌন হেনস্থা ও গোপন ক্যামেরায় ভিডিও ধারণের সমস্ত অভিযোগ প্রমাণিত হয়। এরপর আদালত ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় তাকে এই কঠোর শাস্তি প্রদান করে। এই মামলাটির তদন্ত করছিল কর্ণাটক সরকার গঠিত বিশেষ তদন্তকারী দল (SIT)। তাদের দেওয়া অভিযোগপত্রে ডিজিটাল ও ভিডিও প্রমাণ, ফরেনসিক রিপোর্ট এবং বিভিন্ন সাক্ষীর বয়ান যুক্ত ছিল, যা আদালতে প্রজ্জ্বলের অপরাধ প্রমাণে যথেষ্ট সহায়ক হয়।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/ixyGBiDbSDFeX5rBJnB5.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us