ওয়াকফ সংশোধনী আইন মুসলিমদের বিরুদ্ধে নয় ! বড় দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী

প্রহ্লাদ জোশী জানিয়েছেন, শীঘ্রই সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন আইন কার্যকর করা হবে।

author-image
Debjit Biswas
New Update
prahlad joshi.jpg

নিজস্ব সংবাদদাতা : এবার ওয়াকফ সংশোধনী আইন প্রসঙ্গে বড় দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী। তিনি বলেন, "ওয়াকফ বিল লোকসভা ও রাজ্যসভায় বিপুল সংখ্যাগরিষ্ঠতায় পাশ হয়েছে। সম্মানীয় রাষ্ট্রপতির অনুমোদনও পেয়েছে। খুব শীঘ্রই এই আইন কার্যকর হবে।''

prahlad joshi ghj.jpg

এরপর মুসলিমদের প্রতি তিনি বলেন, ''সংসদে ও জনসমক্ষে বহুবার একথা পরিষ্কারভাবেই বলা হয়েছে যে, এই সংশোধনী বিল মুসলিমদের বিরুদ্ধে নয়।" তবে প্রহ্লাদ জোশী যাই বলুন না কেন, এই বিল নিয়ে মুসলিমদের মনে তীব্র ক্ষোভ রয়েছেই।