New Update
নিজস্ব সংবাদদাতা : আজ ২৬/১১ মুম্বাই হামলার অন্যতম অভিযুক্ত তাহাউর রানাকে দীর্ঘ প্রতীক্ষার পর, অবশেষে ভারতে ফেরানো হচ্ছে। আর এবার এই প্রসঙ্গে নিজের বক্তব্য রাখলেন কেন্দ্রীয় খাদ্য ও সরবরাহ মন্ত্রী প্রহ্লাদ যোশী।
তিনি বলেন, "সন্ত্রাসবাদ ও নকশালবাদের বিরুদ্ধে আমাদের সরকার সবসময় জিরো টলারেন্স নীতি নিয়েছে। তাহাউর রানার প্রত্যর্পণ আমাদের এই লড়াইয়ে একটি বড় এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর ফলে এই মুম্বাই হামলায় আর কারা কারা জড়িত ছিল, তা জানা যাবে।"
#WATCH | Lucknow | On 26/11 Mumbai attacks accused Tahawwur Rana's extradition to India, Union Minister of Food and Public Distribution Pralhad Joshi says, "Our government has an approach of zero tolerance towards Naxalism and terrorism...This is a big step towards the fight… pic.twitter.com/hl7cvXARCE
— ANI (@ANI) April 10, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us