Mamata Banerjee : মমতার প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন শেষ!

সামনের বছর লোকসভা নির্বাচন (Election)। বিজেপিকে (BJP) ঘায়েল করতে জোট গড়তে শুরু করেছে বিরোধী দলগুলো। বিরোধী জোটের মুখ কে হতে পারেন ? এই প্রশ্ন করা হয়েছিল বিহারের (Bihar) মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে (Nitish Kumar)।

author-image
Pritam Santra
New Update
Mamata Banerjee

নিজস্ব সংবাদদাতা: সামনের বছর লোকসভা নির্বাচন (Election)। বিজেপিকে (BJP) ঘায়েল করতে জোট গড়তে শুরু করেছে বিরোধী দলগুলো। বিরোধী জোটের মুখ কে হতে পারেন ? এই প্রশ্ন করা হয়েছিল বিহারের (Bihar) মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে (Nitish Kumar)। শরদ পাওয়ারকে (Sharad Pawar) পাশে বসিয়ে তিনি বলেন, "শরদ পাওয়ার বিরোধী জোটের মুখ হলে তার থেকে আনন্দদায়ক আর কিছু হবে না। আমি ওনাকে বলেছি যে কেবল দলের জন্য নয়, পুরো দেশের জন্য দৃঢ়ভাবে কাজ করতে হবে।" নীতিশের এই মন্তব্য শুনে পাশে বসে হাসছিলেন শরদ পাওয়ার। এক সময় বিরোধী জোট করার ব্যাপারে এগিয়ে ছিলেন মমতা ব্যানার্জী (Mamata Banerjee)। বাংলার মুখ্যমন্ত্রী আগামী দিনে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন, এমন কোথাও শোনা গিয়েছিল বছরখানেক আগে. আপাতত মমতা ও প্রধানমন্ত্রী শীর্ষক আলোচনা অনেকটাই স্তিমিত।