ইন্ডিয়া জোটের বৈঠক, নীতীশ কুমারের জায়গা বোঝালেন চিরাগ

ইন্ডিয়া অ্যালায়েন্সের পোস্টারে পোস্টারে ছেয়ে গিয়েছে দিল্লির বুক।

New Update
nitishss.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: ইন্ডিয়া জোটের বৈঠকের আর কিছু সময় বাকি। সকাল থেকেই রাজধানী জুড়ে শুরু হয়ে গিয়েছে সেই বৈঠকের প্রস্তুতি পর্ব। ইন্ডিয়া অ্যালায়েন্সের পোস্টারে পোস্টারে ছেয়ে গিয়েছে দিল্লির বুক। আর এর মধ্যেই নতুন বিতর্কের জন্ম দিয়েছে নীতীশ কুমারের পোস্টার। বৈঠকের আগে দিল্লি-বিহারে নীতীশ কুমারকে নিয়ে পোস্টার লাগানো হয়েছে। পোস্টারে লেখা আছে, 'যদি আমরা সত্যিই জয় চাই, তাহলে আমাদের একটা সংকল্প দরকার- আমাদের একজন নীতীশ দরকার'। কারা এই পোস্টার লাগিয়েছে তা স্পষ্ট নয়। তবে পোস্টার নিয়ে বেঁধেছে নতুন বিতর্ক।

এই পোস্টার নিয়েই লোক জনশক্তি পার্টির সাংসদ চিরাগ পাসোয়ান এদিন বলেন, “প্রথমে, উনি সভায় আসতে অনিচ্ছুক ছিলেন এবং তারপর যখন আসতে প্রস্তুত হলেন, তখন তাঁর নিজের দলই এই ধরনের পোস্টার লাগায়। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার শুধু ক্ষমতা পছন্দ করেন। জোটের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই”।

 

hiren