সকাল হতে না হতেই মন খুশি করে দেওয়ার মতো খবর!

আপনিও কি পেনশন পান? তাহলে এই খবর আপনার জন্য।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
123

নিজস্ব সংবাদদাতা: অবসরপ্রাপ্ত সরকারি কর্মী এবং তাদের পরিবারগুলি মূলত পেনশনের টাকার উপর নির্ভর করেই সংসার চালান। ফলে পেনশনের টাকা সঠিক সময়ে ঢুকবে কিনা অথবা গন্ডগোল হল কিনা তা নিয়ে চিন্তার শেষ থাকে না পেনশনভোগীদের। এবার এই সমস্ত চিন্তার দিন শেষ করে কেন্দ্র একটি পোর্টাল বানিয়েছে। নাম 'ইন্টিগ্রেটেড পেনশনার পোর্টাল'।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সহযোগিতায় এই নতুন পোর্টাল চালু হয়েছে। তবে কাজ পুরোপুরি শুরু হয়নি। এতে পেনশনভোগীদের আর কোথাও ছোটাছুটি করতে হবে না। বাড়িতে বসেই সমস্ত তথ্য পাবেন। পেনশন স্লিপ, লাইফ সার্টিফিকেট, ফর্ম ১৬ সব পেনশনভোগীরা এখানেই পাবেন। 

Add 1