/anm-bengali/media/media_files/2025/12/11/screenshot-2025-12-11-725-am-2025-12-11-07-26-55.png)
নিজস্ব সংবাদদাতা: স্থগিতপ্রাপ্ত তৃণমূল কংগ্রেস (টিএমসি) বিধায়ক হুমায়ুন কবিরের বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্ক তৈরি হয়েছে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেছেন, নির্বাচন যত এগিয়ে আসছে, বাংলার মাটি থেকে ততই এ ধরনের কণ্ঠস্বর উঠে আসবে। তাঁর মত, বাংলায় বিভাজনের রাজনীতির বিরোধিতা করা এখন সময়ের দাবি।
শুভঙ্কর সরকার অভিযোগ করেন, রাজ্যে পরিকল্পিতভাবে হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি করা হচ্ছে এবং এর বিরুদ্ধে জনগণকেই সোচ্চার হতে হবে। তিনি বলেন, বাংলার মাটি সবসময় মিলন ও সম্প্রীতির মূল্যবোধে বিশ্বাসী, তাই এ ধরনের বিভেদমূলক রাজনীতি রাজ্যের সংস্কৃতির পরিপন্থী।
তিনি আরও যোগ করেন, রাজনৈতিক দলগুলোর উচিত মানুষের প্রকৃত সমস্যা—অর্থনীতি, কর্মসংস্থান, শিক্ষা, নিরাপত্তা—এসব বিষয়ে মনোযোগ দেওয়া। বিভাজনের রাজনীতি কেবল নির্বাচনমুখী লাভের জন্য ব্যবহৃত হলেও তা দীর্ঘমেয়াদে সমাজের ক্ষতি করে বলে মন্তব্য করেন তিনি।
#WATCH | Kolkata, West Bengal | On the statement of suspended TMC MLA Humayun Kabir, West Bengal Congress President Subhankar Sarkar said, "As the elections draw nearer, such voices will emerge from the soil of Bengal. The voice against the politics of division in Bengal must be… pic.twitter.com/PFpTKxc2of
— ANI (@ANI) December 11, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us