রাহুল গান্ধীর মন্তব্য ঘিরে রাজনৈতিক পাল্টাপাল্টি

'পরিবারতন্ত্রকে সংবিধানের ঊর্ধ্বে রাখেন'— অভিযোগ বিজেপি মুখপাত্র পুণাওয়ালার।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-12-09 11.17.18 PM

নিজস্ব সংবাদদাতা: দিল্লিতে বিরোধীদলনেতা ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানাল বিজেপি। দলের জাতীয় মুখপাত্র শেহজাদ পুণাওয়ালার অভিযোগ, কংগ্রেস এখনও পরিবারতন্ত্রকেই সংবিধানের ঊর্ধ্বে রাখে।

তিনি বলেন, "এরা জরুরি অবস্থার পরিবার। যেমন ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করে সংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দমিয়ে দিয়েছিলেন, আজ রাহুল গান্ধীও সেই পথ অনুসরণ করে খোলাখুলি সংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে হুমকি দিচ্ছেন। এটি প্রথমবার নয়, তিনি বারবার এমন মন্তব্য করেন।"

পুণাওয়ালা আরও দাবি করেন, "নির্বাচনে হেরে গেলে এরা সংবিধানিক প্রতিষ্ঠানকে দোষারোপ করে। কিছুই বদলায়নি, আজও পরিবারতন্ত্রকে সবার ওপরে রাখা হয়।"

এই নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে তর্ক-বিতর্ক শুরু হয়েছে।