কর্ণাটকে 'বন্ধে'র জেরে জোরদার করা হয়েছে পুলিশি নিরাপত্তা

মান্ডিয়ার ডিসি ডঃ কুমার বলেছেন, "কাবেরী জলের ইস্যুতে কন্নড়পন্থী সংগঠন, কৃষক ইউনিয়ন এবং আরও কয়েকটি সংগঠনের ডাকা বনধের পরিপ্রেক্ষিতে, ১৪৪ ধারা জারি করা হয়েছে। মান্ডিয়া জেলা এবং স্কুল ও কলেজ আগামীকাল বন্ধ থাকবে। "

author-image
Adrita
New Update
ড

নিজস্ব সংবাদদাতাঃ কাবেরী নদীতে জলের সমস্যা (Cauvery Water Issue) নিয়ে আজ, ২৯ সেপ্টেম্বর 'বন্ধ' (Karnataka Strike) ডাকা হয়েছে। এর জেরে কর্ণাটকের মান্ডিয়া জেলায় জোরদার করা হয়েছে পুলিশি (Police Team) নিরাপত্তা। আজ কর্ণাটকের জায়গায় জায়গায় বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে সেই জন্যই পুলিশের কড়া টহলদারি এবং নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে।  

রাস্তায় মোতায়েন রয়েছে পুলিশ। সাধারণ মানুষের যাতায়াতেও নিয়ন্ত্রণ আনা হচ্ছে। রাস্তাঘাট থেকে রেললাইন সর্বত্র মোতায়েন করা হয়েছে কড়া পুলিশি ব্যবস্থা। দেখুন সেই ভিডিও। 

 

 

HG