DELHI BLAST UPDATE : এবার এই জায়গায় তল্লাশি শুরু করলো পুলিশ ! দেখুন বড় আপডেট

কেন গুরুত্বপূর্ণ এই জায়গাটি ?

author-image
Debjit Biswas
New Update
breaking new 1


নিজস্ব সংবাদদাতা : দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে ঘটে যাওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলার তদন্তের অংশ হিসেবে এবার হরিয়ানার নুহ (Nuh) জেলার হিদায়াত কলোনিতে (Hidayat Colony) পুলিশ আধিকারিকরা অভিযান চালিয়ে যাচ্ছেন। দিল্লি বিস্ফোরণের প্রধান অভিযুক্ত, কাশ্মীরের চিকিৎসক ডাঃ উমর-উন-নবী (Dr Umar Un Nabi) এবং তাঁর সহযোগীদের সঙ্গে এই অঞ্চলের কোনও সংযোগ আছে কিনা, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল।

delhi blast

নুহ এলাকাটি দিল্লির কাছাকাছি অবস্থিত হওয়ায় এবং এর ভৌগোলিক অবস্থান সংবেদনশীল হওয়ায়, তদন্তকারীরা মনে করছেন, সন্ত্রাসী নেটওয়ার্কের সদস্যরা এই এলাকাটিকে গোপন আস্তানা বা কার্যকলাপের জন্য ব্যবহার করতে পারে।