New Update
/anm-bengali/media/media_files/Pow0Dn3H2jyzB0ciOeOi.webp)
নিজস্ব সংবাদদাতাঃ শনিবার অর্থাৎ আজ দিল্লি পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) তার সার্ভিস রিভলবার দিয়ে নিজেকে গুলি করে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে দিল্লির বিপি মার্গ এলাকায়, যা ডিফেন্স কলোনি এলাকার কাছে। ঘটনার তদন্ত চলছে বলে জানা গিয়েছে।
/anm-bengali/media/media_files/9YOWxscR56hoKCcGakkl.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us