চুপিসারে রাজ্যপালের ওপর চলছে নজরদারি? পুলিশ নয় এবার আসছে CRPF

চুপিসারে রাজ্যপালের ওপর চলছে নজরদারি? উঠছে প্রশ্ন।

author-image
SWETA MITRA
New Update
raj.jpg

নিজস্ব সংবাদদাতাঃ পুলিশ নয়, এবার রাজভবনের দায়িত্বে থাকবেসিআরপিএফ।  জানা গিয়েছে, রাজভবনের আবাসিক এলাকা থেকে পুলিশকে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। ওই এলাকায় নিরাপত্তার দায়িত্ব নেবে সিআরপিএফ। সূত্রের খবর, গতকাল রাজভবনের যে অংশে রাজ্যপাল থাকেন সেই অংশে পুলিশের সন্দেহজনক গতিবিধি নজরে আসে। পুলিশ নজরদারি চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে বিশিষ্ট মহলে। এরপরেই সিদ্ধান্ত নেওয়া হয়, রেসিডেন্সিয়াল এলাকা থেকে ৫০ জন পুলিশ আধিকারিককে সরানো হবে এবং সিআরপিএফকে মোতায়েন করা হবে। প্রশ্ন উঠছে, চুপিসারে তবে রাজ্যপাল সিভি আনন্দ বোসের গতিবিধির ওপর নজরদারি চালানো হচ্ছে? তাও আবার এই নজরদারি চালাচ্ছে কিনা পুলিশ?