হাথরাসের পদপিষ্ট হয়ে মৃত্যু, 'ভোলে বাবা'র খোঁজে চলছে তল্লাশি! চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে

উত্তরপ্রদেশের হাথরাসে সৎসঙ্গ চালানোর ঘটনায় উত্তরপ্রদেশের মৈনপুরী জেলার রাম কুটির চ্যারিটেবল ট্রাস্টে 'ভোলে বাবা'র খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ৷

author-image
Probha Rani Das
আপডেট করা হয়েছে
New Update
vbnvbnql37.jpg

নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশের হাথরাসে সৎসঙ্গ চালানোর ঘটনায় পদপিষ্ট হয়ে নিহত হয়েছেন ১১৬ জন এবং আহত হয়েছে১৮ জন। উত্তরপ্রদেশের মৈনপুরী জেলার রাম কুটির চ্যারিটেবল ট্রাস্টে 'ভোলে বাবা'র খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ৷

vbnvbnql38.jpg

হথরাস পদপিষ্ট ঘটনা প্রসঙ্গে ডেপুটি এসপি সুনীল কুমার বলেন, "আমরা ক্যাম্পাসের ভিতরে বাবাজিকে পাইনি, সে এখানে নেই।” 

vbnvbnql39.jpg

Adddd