/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: বিহারের দরভাঙায় মহাগঠবন্ধনের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর মায়ের বিরুদ্ধে কটূক্তি ঘিরে ঝাড়খণ্ডে উত্তেজনা ছড়িয়েছে। এর জেরে সোমবার প্রতিবাদে সামিল হন বিজেপি কর্মীরা। প্রতিবাদ মিছিল ঘিরে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে।
সূত্রের খবর অনুযায়ী, বিজেপি কর্মীরা অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানান। তারা স্লোগান দিতে দিতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। পুলিশের বাধা পেয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করেছে। সংঘর্ষ চলাকালীন বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে। ঘটনাস্থলে এখনো উত্তেজনা বিরাজ করছে।
/anm-bengali/media/post_attachments/5894adad-12a.png)
রাজনৈতিক মহলে এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিজেপি নেতারা অভিযোগ করেছেন যে, মহাগঠবন্ধনের নেতারা ইচ্ছাকৃতভাবে অপমানজনক মন্তব্য করেছেন। অন্যদিকে মহাগঠবন্ধনের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, বিজেপি রাজনৈতিক উদ্দেশ্যে বিষয়টিকে অতিরঞ্জিত করছে।
বিশ্লেষকরা মনে করছেন, বিহার ও ঝাড়খণ্ড—দুই রাজ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক সংঘাত আরও তীব্র হতে পারে।
#WATCH | Jharkhand: BJP workers clash with Police personnel as the former staged a protest against derogatory remarks on PM Modi and his mother at a Mahagathbandhan event in Darbhanga, Bihar. pic.twitter.com/8TzyHGOLhY
— ANI (@ANI) September 1, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us