/anm-bengali/media/media_files/VFn2u3IJmVVFNnde6FdL.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতাঃ ভারত ও কানাডার মধ্যে কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে পাঞ্জাব পুলিশ কানাডায় অবস্থানরত গ্যাংস্টার গোল্ডি ব্রারের সহযোগীদের ধরতে পাঞ্জাবের একাধিক জায়গায় অভিযান চালিয়েছে। পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা হত্যার দায়ে ব্রারকে অভিযুক্ত করা হয়েছে।
The above visuals are from the residence of Gangster Sukhdool Singh in Moga.
— ANI (@ANI) September 21, 2023
পাঞ্জাব পুলিশ বৃহস্পতিবার সকাল ৭টায় এই মিশন শুরু করে এবং এই মিশন সারাদিন ধরে চলবে। মোগা, ফিরোজপুর, তরন তারান ও অমৃতসর গ্রামীণ জেলায় অভিযান চালাচ্ছে পুলিশ। আজ বিকেল ৫টায় এডিজিপি-র কাছে অভিযানের রিপোর্ট জমা দেওয়ার কথা রয়েছে।
গোল্ডি ব্রার ওরফে সতিন্দরজিৎ সিং লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের সদস্য বলে জানা গেছে। ২০১৭ সালে স্টুডেন্ট ভিসায় ভারত ছেড়ে কানাডায় পাড়ি জমান তিনি। গোল্ডি ব্রার ২০২২ সালের ২৯ মে কাল্ট র্যাপার এবং কংগ্রেস নেতা সিধু মুস ওয়ালা হত্যার প্রধান অভিযুক্ত ছিলেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us