জম্মুতে নেশা-সন্ত্রাস চক্র উদ্ঘাটন করল পুলিশ

প্রায় ৬ কেজি হেরোইনসহ ৬ জন গ্রেফতার, আন্তর্জাতিক বাজারমূল্য প্রায় ১৫ কোটি টাকা।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-12-04 9.56.48 PM

নিজস্ব প্রতিনিধি: জম্মু ও কাশ্মীর পুলিশ বড়সড় নেশা-সন্ত্রাস চক্র ভেঙে ফেলার দাবি করেছে। জম্মু পুলিশের এসপি (দক্ষিণ) অজয় শর্মা জানান, প্রথম ধাপে দুই অভিযুক্তকে গ্রেফতার করে ৩ কেজি ২৬০ গ্রাম হেরোইন উদ্ধার হয় এবং গান্ধীনগর থানায় NDPS আইনে মামলা দায়ের করা হয়। তদন্তের অগ্রগতিতে এখন পর্যন্ত মোট ছয় জনকে গ্রেফতার করা হয়েছে, যদিও একজন অভিযুক্ত পলাতক।

শর্মা আরও জানান, এই চক্র থেকে মোট ৫ কেজি ৯৫০ গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে, যার আন্তর্জাতিক বাজারমূল্য প্রায় ১৫ কোটি টাকা। এছাড়া তিনটি পিস্তল, যার মধ্যে একটি অটোমেটিকও রয়েছে, জব্দ করা হয়েছে। পুলিশের দাবি, মাদকটি পাকিস্তান সীমান্ত পেরিয়ে এসেছে এবং তা সন্ত্রাসমূলক কার্যক্রমে ব্যবহারের উদ্দেশ্যেই পাঠানো হয়েছিল।