পাক অধিকৃত কাশ্মীরের পাকিস্তানের বিরুদ্ধে বাড়লো ক্ষোভ, আতঙ্কিত পাক প্রশাসন

কমিটির ডাকে পালিত হয়েছে ‘শাটার ডাউন’ ও ‘হুইল জ্যাম’ কর্মসূচি।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
kashmir-protest-refiugees-domicile

File Picture

নিজস্ব সংবাদদাতা: পাক অধিকৃত কাশ্মীর (PoK) কি এবার ভারতের সঙ্গে যুক্ত হওয়ার পথে? পাকিস্তান সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ। সোমবার গোটা এলাকায় নেমেছে নজিরবিহীন বিক্ষোভ। স্থানীয় আওয়ামী অ্যাকশন কমিটির ডাকে পালিত হয়েছে ‘শাটার ডাউন’ ও ‘হুইল জ্যাম’ কর্মসূচি। অনির্দিষ্টকালের জন্য আন্দোলন চলবে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।

দশকের পর দশক ধরে আর্থিক অবহেলা ও রাজনৈতিক বঞ্চনার শিকার হওয়ার অভিযোগ তুলছেন পাক অধিকৃত কাশ্মীরবাসী। তাঁদের মূল দাবি – 
১ পাকিস্তানে বসবাসকারী কাশ্মীরী রিফিউজিদের জন্য সংরক্ষিত ১২টি আসন বিলুপ্তি।
২ ভর্তুকি দিয়ে সস্তায় আটা-ময়দা দেওয়া।
৩ বিদ্যুতের সঠিক দাম ধার্য করা।
৪ ইসলামাবাদ যে সংস্কারের প্রতিশ্রুতি বহু বছর ধরে দিচ্ছে, তা দ্রুত বাস্তবায়ন।

আন্দোলনের নেতা শওকাত নাওয়াজ মীর হুঁশিয়ারি দিয়ে বলেন, “অনেক হয়েছে। হয় আমাদের অধিকার ফিরিয়ে দিন, নাহলে জনগণের বিক্ষোভের মুখে পড়ুন”।

kashmir protest 2

তবে এতে পাকিস্তান আতঙ্কিত হয়েছে। বিক্ষোভের মাত্রা বাড়তেই ইসলামাবাদ কড়া পদক্ষেপ নিয়েছে। মধ্যরাত থেকে ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে। বিপুল সংখ্যক সেনা মোতায়েন করা হয়েছে, একই সাথে পঞ্জাব প্রদেশ থেকেও পাঠানো হয়েছে বাহিনী। সেনার গাড়ি টহল দিচ্ছে শহরের রাস্তায়। বাড়ানো হয়েছে নজরদারি।

পর্যবেক্ষকদের মতে, সাম্প্রতিক ইতিহাসে এত বড় বিক্ষোভ আগে দেখা যায়নি PoK-এ। পাকিস্তানের বিরুদ্ধে দীর্ঘদিনের ক্ষোভ এখন বিস্ফোরণের মুখে পৌঁছেছে। আর সেই কারণেই আন্তর্জাতিক মহলেও জল্পনা— পাক অধিকৃত কাশ্মীর কি তবে ভারতের দিকে ঝুঁকছে?