/anm-bengali/media/media_files/pgGnA0YyVW2ojXLKP2v9.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা : এক ঘন্টা শ্রমদানের আহ্বান জনিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর মোদীর আহ্বানে ব্যাপক সাড়া মিলেছে যুবদের তরফে। বেঙ্গালুরুতেও পালিত হল স্বচ্ছতা হি সেবা। পরিষ্কার করা হল চারপাশ। বিজেপি যুব মোর্চার জাতীয় সভাপতি এবং সাংসদ তেজস্বী সূর্য বলেছেন, ''প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে, বিজেপি যুব মোর্চা, আজ স্বচ্ছতা হি সেবা কর্মসূচির আয়োজন করেছে।আমাদের সর্বজনীন স্থানগুলিকে পরিষ্কার রাখার পদক্ষেপ ভারতের একটি সচেতন বৈশ্বিক শক্তি হয়ে ওঠার জন্য গুরুত্বপূর্ণ দিক। তরুণদের বিপুল সংখ্যক অংশগ্রহণ এই কর্মসূচিতে, এই আন্দোলনকে সত্যিকারের সফল করতে দেখে আমি অত্যন্ত আনন্দিত।''
#WATCH | Bengaluru, Karnataka: BJP Yuva Morcha National President and MP Tejasvi Surya says, "Responding to the clarion call of the PM, the BJP Yuva Morcha, has organised Swacchta Hi Seva programs, today... Keeping our public places clean is an important facet of India's move… pic.twitter.com/I6XaBg6MTX
— ANI (@ANI) October 1, 2023
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us