রোহিনীতে ১৭ই আগস্ট ১১ হাজার কোটি টাকার হাইওয়ে প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৭ই আগস্ট রোহিনীতে প্রায় ১১ হাজার কোটি টাকার দুই জাতীয় সড়ক প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
narendraa modipm.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: আসন্ন ১৭ই আগস্ট দুপুর প্রায় ১২টা ৩০ মিনিটে রাজধানীর রোহিনীতে দুটি বড় জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রায় ১১ হাজার কোটি টাকার এই প্রকল্পের মধ্যে রয়েছে দিল্লি অংশের দ্বারকা এক্সপ্রেসওয়ে এবং আর্বান এক্সটেনশন রোড–২ (ইউইআর–২)।

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, ইউইআর–২ প্রকল্পের আলিপুর থেকে ডিচাঁও কালাঁন পর্যন্ত অংশ বিশেষ এবং বাহাদুরগড় ও সোনিপতের সঙ্গে সংযোগকারী নতুন রাস্তারও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই অংশগুলির নির্মাণব্যয় প্রায় ৫,৫৮০ কোটি টাকা।

modi

কেন্দ্রীয় সরকারের দাবি, এই প্রকল্প বাস্তবায়িত হলে দিল্লি ও সংলগ্ন হরিয়ানার মধ্যে যাতায়াত আরও সহজ হবে। যানজট কমার পাশাপাশি শিল্প ও বাণিজ্য ক্ষেত্রেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।