New Update
/anm-bengali/media/media_files/ZNIJ5MTy8g3nzFMLw0OD.jpg)
ফাইল ছবি।
নিজস্ব সংবাদদাতাঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মহারাষ্ট্রে নাসিকের কালারাম মন্দিরে পুজো দিয়েছেন। এরপর তিনি নাসিকের কালারাম মন্দির পরিস্কার করে 'স্বচ্ছতা অভিযান’-এ অংশ নেন। তিনি জানিয়েছেন যে, সকলকে সংঘবদ্ধ হয়ে কাজ করতে হবে। তীর্থস্থান ও মন্দির পরিস্কার করতে হবে। ১৪ জানুয়ারি মকর সংক্রান্তি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত সারা দেশের সমস্ত মন্দির এবং তীর্থস্থানগুলি পরিস্কার করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি।
আমাদের সংঘবদ্ধ হয়ে কাজ করতে হবে, তীর্থস্থান ও মন্দির পরিষ্কার করতে হবে!
— BJP West Bengal (@BJP4Bengal) January 12, 2024
১৪ ই জানুয়ারী (মকর সংক্রান্তি) থেকে ২২ শে জানুয়ারী পর্যন্ত সারা দেশের সমস্ত মন্দির এবং তীর্থস্থানগুলিতে পরিষ্কার করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী মোদী জী। pic.twitter.com/O9WLHpDca1
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us