/anm-bengali/media/media_files/CfhlcJpQePjrsuIb3qBg.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃসোমবার রাশিয়ার হামলায় কিয়েভের একটি শিশু হাসপাতাল ধ্বংস হয়ে গিয়েছে। এই ঘটনার একদিন পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেছেন যে নিষ্পাপ শিশুদের হত্যা করা হলে মানুষের ‘হৃদয় কেবল বিস্ফোরিত হয়’।
/anm-bengali/media/media_files/IbmO1DaO3SN6YqMXOXYK.jpg)
রাশিয়া সফরের দ্বিতীয় ও শেষ দিন মঙ্গলবার ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর এটিই প্রথম এ ধরনের বৈঠক।
দু'দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের স্বীকৃতি দেওয়ার পর প্রধানমন্ত্রী মোদী রাশিয়ার রাষ্ট্রপতিকে বলেছেন, "মহামান্য, আসুন যুদ্ধ গ্রহণ করি, যে কোনও সংঘাত বা সন্ত্রাসবাদী কার্যকলাপ: মানবতায় বিশ্বাস করে এমন যে কোনও ব্যক্তি মানুষ মারা গেলে এবং বিশেষত নিষ্পাপ শিশুরা মারা গেলে ব্যথা অনুভব করে। যখন আমরা এই ধরনের ব্যথা অনুভব করি, তখন হৃদয় কেবল বিস্ফোরিত হয়।”
PM Narendra Modi's remarks at the restricted meeting with Russian President Vladimir Putin - "Your Excellency, let's take war, any conflict or terrorist acts: any person who believes in humanity feels pain when people die, and especially when innocent children die. When we feel…
— ANI (@ANI) July 9, 2024
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us