নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি মরিশাস সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানকার বিখ্যাত গঙ্গা তালাও দর্শন করে, সেখানেই ত্রিবেণী সঙ্গমের জল বিসর্জন করেছেন তিনি, আজ নিজের এক্স হ্যান্ডেলে সেই কথাই জানালেন প্রধানমন্ত্রী মোদি।
/anm-bengali/media/media_files/2025/03/11/nkx3iCPydj1rRcCJpjHG.jpg)
তিনি লিখেছেন, “ত্রিবেণী সঙ্গম বিশ্বের কোটি কোটি হিন্দুর কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। এবারের মহাকুম্ভে মরিশাসসহ সারা বিশ্ব থেকে তীর্থযাত্রীরা অংশ নিয়েছেন। মা গঙ্গা, যমুনা ও সরস্বতীর আশীর্বাদ আমাদের সকলের উপর বিরাজমান থাকুক!”