মরিশাসের গঙ্গা তালাও দর্শন করে আবেগঘন হয়ে পড়েন প্রধানমন্ত্রী মোদি ! টুইট করে জানালেন সেই কথা

কি জানালেন প্রধানমন্ত্রী মোদি ?

author-image
Debjit Biswas
New Update
Modi

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি মরিশাস সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানকার বিখ্যাত গঙ্গা তালাও দর্শন করে, সেখানেই ত্রিবেণী সঙ্গমের জল বিসর্জন করেছেন তিনি, আজ নিজের এক্স হ্যান্ডেলে সেই কথাই জানালেন প্রধানমন্ত্রী মোদি। 

Modi

তিনি লিখেছেন, “ত্রিবেণী সঙ্গম বিশ্বের কোটি কোটি হিন্দুর কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। এবারের মহাকুম্ভে মরিশাসসহ সারা বিশ্ব থেকে তীর্থযাত্রীরা অংশ নিয়েছেন। মা গঙ্গা, যমুনা ও সরস্বতীর আশীর্বাদ আমাদের সকলের উপর বিরাজমান থাকুক!”