শহীদ ভগৎ সিং-এর আত্মত্যাগ স্মরণ প্রধানমন্ত্রীর

ভগৎ সিং ১৯০৭ সালের ২৮ সেপ্টেম্বর পাকিস্তানের পাঞ্জাবের লায়ালপুরের বাঙ্গা গ্রামে এক শিখ পরিবারে জন্মগ্রহণ করেন।

author-image
SWETA MITRA
New Update
modi bhagat.jpg

নিজস্ব সংবাদদাতাঃ সর্দারভগৎসিংয়ের১১৬তমজন্মবার্ষিকীতেসমগ্রজাতিতাঁকেস্মরণকরছে।এদিকে আজ দেশের প্রধানমন্ত্রীনরেন্দ্রমোদী (Narendra Modi)শহীদেরপ্রতিশ্রদ্ধানিবেদনকরেছেন।তিনি আজ এক টুইট বার্তায় লেখেন, "শহীদভগৎসিংয়েরজন্মবার্ষিকীতেতাঁকেস্মরণকরছি।ভারতেরস্বাধীনতারজন্যতাঁরআত্মত্যাগএবংঅবিচলনিবেদনপ্রজন্মকেঅনুপ্রাণিতকরবে।সাহসেরপ্রতীক, তিনিসর্বদান্যায়বিচারস্বাধীনতারজন্যভারতেরনিরলসসংগ্রামেরপ্রতীকহয়েথাকবেন।“ ভগৎসিং১৯০৭সালের২৮সেপ্টেম্বরপাকিস্তানেরপাঞ্জাবেরলায়ালপুরেরবাঙ্গাগ্রামেএকশিখপরিবারেজন্মগ্রহণকরেন।ভগৎসিংয়েরযখনফাঁসিহয়, তখনতাঁরবয়সছিলমাত্র২৩বছর।তাঁরমৃত্যুরপরদেশবাসীস্বাধীনতাসংগ্রামেঅংশনেয়।