নিম্ন আয়ের মানুষকেও কর বসিয়ে লুঠ করেছে কংগ্রেস ! ফের কংগ্রেসকে নিশানা করলেন প্রধানমন্ত্রী

কি দাবি করলেন প্রধানমন্ত্রী ?

author-image
Debjit Biswas
New Update
Modi

নিজস্ব সংবাদদাতা : ফের একবার কংগ্রেসকে কড়া নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিম্ন আয়ের মানুষকেও কর বসিয়ে লুঠ করেছে কংগ্রেস,আজ এমনটাই দাবি করলেন তিনি। তিনি বলেন,''কংগ্রেস দেশের সমস্ত জনগণকে লুঠ করেছে। এমনকি নিম্ন আয়ের মানুষদের উপরও কর বসিয়েছিল দেশের সবথেকে পুরোনো সেই দল।" প্রধানমন্ত্রীর এই মন্তব্য কংগ্রেস সরকারের অর্থনৈতিক নীতি এবং সাধারণ মানুষের উপর তার প্রভাব নিয়ে তীব্র প্রশ্ন তুলেছে। 

RAHUL GANDHI