New Update
/anm-bengali/media/media_files/kiba7KJG5RHltqjTKD1M.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ শেষ মুহূর্তে বদলে গেল পরিকল্পনা। নির্ধারিত সময়ের আগেই অযোধ্যা যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)-র। অযোধ্যাজুড়ে ভগবান রাম ও নরেন্দ্র মোদীর কাটআউট চোখে পড়ছে। অযোধ্যায় শহরজুরে সিসিটিভি দিয়ে চলছে নজরদারি। আজ রাম জন্মভূমিতে মোদী শো-এর সাক্ষী থাকতে চলেছেন সকলে। এদিকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে তৈরি অযোধ্যা। বিজেপির পতাকা আর জয় শ্রী রাম লেখা পতাকায় ছেয়ে গিয়েছে সমগ্র অযোধ্যা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us