শ্রীলঙ্কা থেকে ফেরার পথেই রামসেতু দর্শণ করলেন মোদি ! তারপরেই করলেন বড় টুইট

রাম নবমীর দিনে প্রধানমন্ত্রীর এই বার্তায় যথেষ্ট উচ্ছসিত তার ভক্তরা।

author-image
Debjit Biswas
New Update
Narendra Modi

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি নিজের শ্রীলঙ্কা সফর শেষ করেই, নিজের দেশে ফিরছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এর মাঝেই এবার রামসেতু দর্শন করে নিজের অভিজ্ঞতার কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Narendra Modi

নিজের এক্স হ্যান্ডেলে (টুইটার) তিনি লিখেছেন, "আজ শ্রীলঙ্কা থেকে ফেরার পথে কিছুক্ষণ আগেই রামসেতুর দর্শন লাভ করেছি। এবং ঈশ্বরের আশীর্বাদে, একদম সেই সময়েই অযোধ্যায় সূর্য তিলক অনুষ্ঠিত হচ্ছিল। দুটি পবিত্র মুহূর্তের সাক্ষী হতে পেরে আজ আমি ধন্য। প্রভু শ্রী রামচন্দ্র আমাদের সকলের ঐক্যের প্রতীক। তাঁর আশীর্বাদ সর্বদা আমাদের উপর বজায় থাকুক।"