সংখ্যাটা ১,১১,০০,০০০! বড় মন্তব্য করলেন মোদী

একসঙ্গে ৯টি বন্দে ভারতের উদ্বোধন করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বিশেষ করে আজ রবিবার বাংলা পেল দুটি নতুন বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Expres)।

author-image
SWETA MITRA
New Update
MODI CAM.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আজ এক ধাক্কায় ৯টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করে বড় মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তিনি আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে বলেন, 'পরিকাঠামো উন্নয়নের মাত্রা ১৪০ কোটি ভারতবাসীর আকাঙ্ক্ষার সঙ্গে মিলে যাচ্ছে। আজ রাজস্থান, তামিলনাড়ু, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, বিহার, পশ্চিমবঙ্গ, কেরালা, ওড়িশা, ঝাড়খন্ড এবং গুজরাটের মানুষ বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সুবিধা পাবেন। এই নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনগুলি দেশের নতুন শক্তিকে চিত্রিত করে।২৫টি বন্দে ভারত ট্রেন ইতিমধ্যেই চলছে, এখন আরও নয়টি ট্রেন যুক্ত করা হল। বন্দে ভারত ট্রেনের জনপ্রিয়তা ক্রমাগত বাড়ছে। ১,১১,০০,০০০ এরও বেশি যাত্রী ইতিমধ্যে তাদের উপর ভ্রমণ করেছেন।“