সনাতন ধর্মের অপমান, ইন্ডিয়া জোট, ভীষণ রেগে গেলেন প্রধানমন্ত্রী

এবার অবশেষে সনাতন ধর্ম নিয়ে প্রতিক্রিয়া জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

author-image
SWETA MITRA
New Update
modi sanatan.jpg

নিজস্ব সংবাদদাতাঃ সনাতন ধর্ম (Sanatan Dharma) নিয়ে উদয়নিধি স্ট্যালিনের মন্তব্যকে ঘিরে দেশজুড়ে আলোড়নের সৃষ্টি হয়েছে। এদিকে এই নিয়ে অবশেষে আজ বৃহস্পতিবার মধ্যপ্রদেশে বড় মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।  এদিন মধ্যপ্রদেশের বিনায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রীনরেন্দ্রমোদীবলেছেন,  ইন্ডিয়াজোটেরলোকেরাসেই 'সনাতনধর্ম' মুছেফেলতেচায়যাস্বামীবিবেকানন্দএবংলোকমান্যতিলককেঅনুপ্রেরণাদিয়েছিল। এইইন্ডিয়া (I.N.D.I.A.)জোট 'সনাতনধর্ম'কেধ্বংসকরতেচায়।আজতারাপ্রকাশ্যেসনাতন ধর্মকেটার্গেটকরতেশুরুকরেছে, আগামীকালতারাআমাদেরওপরহামলামাত্রা বাড়াবে।সারাদেশেরসমস্তসনাতনীএবংযারাআমাদেরদেশকেভালোবাসেতাদেরসতর্কথাকতেহবে।আমাদেরধরনেরলোকদেরথামাতেহবে।“