৭১ বছর বয়সে প্রয়াত হেভিওয়েট, এবার শোকপ্রকাশ মোদীর

৭১ বছর বয়সে মৃত্যু হয়েছে কবির। দেশজুড়ে এখন শুধুই শোকের ছায়া।

author-image
SWETA MITRA
New Update
mmodi sad.jpg

নিজস্ব সংবাদদাতাঃ এবার মুনাওয়ার রানাজির মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আজ তিনি এক টুইট বার্তায় লেখেন, ‘শ্রীমুনাওয়াররানাজিরপ্রয়াণেআমিশোকাহত।তিনিউর্দুসাহিত্যকবিতায়সমৃদ্ধঅবদানরেখেছেন।তাঁরপরিবারভক্তদেরপ্রতিসমবেদনাজানাই।তারআত্মাশান্তিতেথাকুক।‘ প্রখ্যাত কবি মুনাওয়ার রানা মারা গেছেন। জানা গেছে, ৭১ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিছুদিন ধরে লখনউয়ের সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে চিকিৎসাধীন ছিলেন তিনি। মুনাওয়ার রানা সাহিত্য আকাদেমি পুরস্কারেও ভূষিত হয়েছেন। তবে সরকারের প্রতি অসন্তোষ প্রকাশ করে তিনি তার পুরস্কার ফিরিয়ে দেওয়ার ঘোষণা করেন। মুনাওয়ার রানা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তার গলার ক্যান্সার ছিল।