সস্তা হবে পেট্রোল-ডিজেল? নতুন রাস্তা পেল ভারত, বড় বার্তা মোদীর

পেট্রল ও ডিজেল কি সস্তা হবে? সমুদ্রের মাঝখান থেকে অপরিশোধিত তেল, প্রাকৃতিক গ্যাস উত্তোলন শুরু করল ভারত।

author-image
SWETA MITRA
New Update
MODI HAPPYSS.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ভারতেররাষ্ট্রায়ত্তসংস্থাঅয়েলঅ্যান্ডন্যাচারালগ্যাসকর্পোরেশন (ওএনজিসি) রবিবারকৃষ্ণা-গোদাবরীউপত্যকাথেকেঅপরিশোধিততেলউত্পাদনশুরুকরেছে।কেন্দ্রীয়পেট্রোলিয়ামমন্ত্রীহরদীপসিংপুরী নিজে সেই তথ্য দিয়েছেন সামাজিক মাধ্যমে। প্রশ্ন উঠছে, তবে কি এবার পেট্রোল ও ডিজেলের দাম কমবে? এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এই বিষয়ে একটি বড় তথ্য দিয়েছেন। তিনি আজ এক টুইট বার্তায় লেখেন,  এটিভারতেরশক্তিযাত্রায়একটিউল্লেখযোগ্যপদক্ষেপএবংআত্মনির্ভরভারতেরজন্যআমাদেরমিশনকেবাড়িয়েতোলে।এটিআমাদেরঅর্থনীতিরজন্যওবেশকিছুসুবিধাবয়েআনবে।‘