হাসপাতালের বিছানায় প্রাক্তন মুখ্যমন্ত্রী, উদ্বিগ্ন প্রধানমন্ত্রী

সূত্রের খবর, বিআরএস প্রধান কেসিআর আহত হয়ে যশোদা হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার রাতে এরাভাল্লিতে নিজের ফার্মহাউসে পড়ে যান তিনি। তাঁকে যশোদা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

author-image
SWETA MITRA
New Update
modi sad.jpg

নিজস্ব সংবাদদাতাঃ গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কেসিআর। এদিকে এই ঘটনা নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তিনি আজ এক টুইট বার্তায় লেখেন,  তেলেঙ্গানারপ্রাক্তনমুখ্যমন্ত্রীশ্রীকেসিআরগারুআহতহয়েছেনজেনেআমিমর্মাহত।আমিতারদ্রুতআরোগ্যসুস্বাস্থ্যকামনাকরছি।‘