কার্গিলের যুদ্ধ নিয়ে স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর

১৯৯৯ সালের ২৬ শে জুলাই ভারতীয় সেনাবাহিনীর সাহসিকতা, বীরত্ব এবং সাহসিকতার জন্য পরিচিত একটি দিন। এই দিনেই ভারত কার্গিল যুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীকে পরাজিত করেছিল।

author-image
SWETA MITRA
New Update
modi karil.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ১৯৯৯সালেরমেথেকে১৯৯৯সালের২৬জুলাইদিনটিকেউকোনওদিনভুলতেপারবেননা।এইদিনেভারতীয়সেনাবাহিনীজম্মুকাশ্মীরেরকার্গিলেপাকিস্তানিসেনাবাহিনীকেপরাজিতকরেছিল। যদিও এই যুদ্ধে প্রাণ হারিয়েছিলেন বহু ভারতীয় সেনা। আজ বুধবার তাঁদেরই শ্রদ্ধা জানালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তিনি এদিন এক টুইট বার্তায় লেখেন, ‘কার্গিল বিজয় দিবস ভারতের সেই বিস্ময়কর বীরদের বীরত্বপূর্ণ গল্প তুলে ধরেছে, যারা সর্বদা দেশবাসীর জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। এই বিশেষ দিনে, আমি আমার হৃদয়ের গভীর থেকে তাকে অভিবাদন জানাই তাঁদের।‘

 

 

১৯৯৯সালের২৬শেজুলাইভারতীয়সেনাবাহিনীরসাহসিকতা, বীরত্বএবংসাহসিকতারজন্যপরিচিতএকটিদিন।এইদিনেইভারতকার্গিলযুদ্ধেপাকিস্তানিসেনাবাহিনীকেপরাজিতকরেছিল।ভারতেরশতশতসাহসীসৈনিক যারা মৃত্যু বরণ করেছিলেন, তাঁদেরস্মরণেপ্রতিবছর২৬জুলাইকার্গিলবিজয়দিবসপালনকরাহয়।

 

এইযুদ্ধশুরুহয়১৯৯৯সালেরমে, যখনপাকিস্তান,০০০এরওবেশিসৈন্যনিয়েকার্গিলেরউঁচুপাহাড়েঅনুপ্রবেশকরেএবংএটিদখলকরেনেয়।ভারতীয়সৈন্যরাবিষয়টিজানারসাথেসাথে পাকিস্তানিসৈন্যদেরমোকাবিলা করারজন্য 'অপারেশনবিজয়' শুরুকরাহয়।এরপর২৬জুলাইযুদ্ধেপাকিস্তানকেপরাজিতকরেভারতেরবিজয়ঘোষণাকরাহয়।

 

দেশভাগেরপরওদুইদেশেরমধ্যেসংঘাতচলতেথাকে।ফলস্বরূপ, ১৯৭১সালেভারত-পাকিস্তানযুদ্ধসংঘটিতহয়।তবেএরপরেওদুইদেশেরমধ্যেসশস্ত্রযুদ্ধহয়।১৯৯৯সালেরফেব্রুয়ারিতেভারতপাকিস্তানকাশ্মীরবিরোধেরশান্তিপূর্ণসমাধানেরপ্রতিশ্রুতিদিয়েএকটিসমঝোতাস্মারক (এমওইউ) স্বাক্ষরকরে।কিন্তুনিয়ন্ত্রণরেখাপেরিয়েভারতীয়ভূখণ্ডেপাকিস্তানিঅনুপ্রবেশঅব্যাহতথাকে।

 

এরপর ১৯৯৯ সালে ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে সীমান্ত বিরোধের কারণে কার্গিল যুদ্ধ শুরু হয়। পাকিস্তান সেনাবাহিনী ভারতীয় ভূখণ্ড কার্গিলের উচ্চ চূড়াগুলি দখল করে নেয়, বিনিময়ে ভারতীয় সেনাবাহিনী "অপারেশন বিজয়" পরিচালনা করে।

 

ভারতীয় সৈন্যরা পাকিস্তানি অনুপ্রবেশকারীদের তাড়া করে টাইগার হিল এবং অন্যান্য পোস্টগুলি দখল করে। লাদাখের কার্গিলে ভারত ও পাকিস্তানের মধ্যে এই যুদ্ধ ৬০ দিনেরও বেশি সময় ধরে চলেছিল। ২ লক্ষ ভারতীয় সৈন্য এই যুদ্ধে অংশ নিয়েছিল।