ইজরায়েল-হামাস যুদ্ধ, প্রাণহানি, বড় অবনতি এবার প্রধানমন্ত্রী

ইজরায়েল ও হামাসের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে।

author-image
SWETA MITRA
New Update
modi hamas.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আজ রবিবার সকাল সকাল বড় বার্তা দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। গাজায় হামাসের ওপর চলমান বিমান হামলা এবং ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) স্থল অভিযান শুরুর মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে ৭ অক্টোবরের সন্ত্রাসী হামলার পর পাল্টা আক্রমণ এবং যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীদের মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার অব্যাহত বৈশ্বিক প্রচেষ্টা নিয়ে কথা বলেছেন।মিশরেরপ্রেসিডেন্টেরসঙ্গেতাঁরকথোপকথনেরবিশদবিবরণনিজেরসোশ্যালমিডিয়াহ্যান্ডেলেশেয়ারকরেপ্রধানমন্ত্রীমোদীবলেন, চলমানইসরায়েল-হামাসসংঘাতেরমধ্যেসন্ত্রাসবাদেরঅভিশাপএবংবেসামরিকমানুষেরপ্রাণহানিনিয়েউভয়নেতাউদ্বেগপ্রকাশকরেছেন। আজটুইটারে মোদী লিখেছেন, 'প্রেসিডেন্ট এল সিসির সঙ্গে কথা বলেছি। পশ্চিম এশিয়ায় নিরাপত্তা ও মানবিক পরিস্থিতির অবনতি নিয়ে মতবিনিময় করেন। সন্ত্রাসবাদ, সহিংসতা এবং বেসামরিক মানুষের প্রাণহানি নিয়ে আমরা উদ্বেগ প্রকাশ করছি। আমরা দ্রুত শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের প্রয়োজনীয়তা এবং মানবিক সহায়তা প্রদানের প্রয়োজনীয়তার বিষয়ে একমত হয়েছি।‘