/anm-bengali/media/media_files/aQnH4v7pfFOq3kFlQxlE.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ মহারাষ্ট্রে ঘটে যাওয়া একটি ভয়াবহ দুর্ঘটনা ১২ জনের তরতাজা প্রাণ কেড়ে নিয়েছে। ছত্রপতি সম্ভাজি নগরে রাত ১টার দিকে বৈজাপুর (Vaijapur) টোল পোস্টের কাছে একটি ট্রাক ও একটি টেম্পোর মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় অন্ততপক্ষে মৃত্যু হয়েছে ১২ জনের। এবার এই ঘটনায় দুঃখপ্রকাশ করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সেইসঙ্গে বড় ঘোষণা অবধি করেছেন এই দুর্ঘটনা নিয়ে। আজ রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে এক টুইট বার্তায় জানানো হয়েছে, ‘ছত্রপতি সম্ভাজিনগর জেলায় একটি দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় মর্মাহত। যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। পিএমএনআরএফ থেকে প্রত্যেক নিহতের পরিবারকে ২ লক্ষ টাকা করে দেওয়া হবে। আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।‘
Pained by the loss of lives due to an accident in Chhatrapati Sambhajinagar district. My thoughts are with those who lost their loved ones. I wish the injured a speedy recovery. An ex-grata of Rs. 2 lakh from PMNRF would be given to the next of kin of each deceased. The injured…
— PMO India (@PMOIndia) October 15, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us