আদিত্য এল ১: ISRO-র মুকুটে নয়া পালক, উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী মোদীও

ইসরো আজ আরও একবার দুর্দান্ত সাফল্য পেয়েছে। ইসরো সফলভাবে তার 'আদিত্য এল ১' যানটি লাগ্রাঞ্জ পয়েন্টে হ্যালো কক্ষপথে স্থাপন করেছে। এখন এই যানটি হ্যালো কক্ষপথে অবস্থান করবে এবং সূর্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করবে।

author-image
SWETA MITRA
New Update
ISRO MODI.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আদিত্য এল ১ মিশন নিয়ে এবার বড় বার্তা দিলেন দেশের প্রধানমন্ত্রীনরেন্দ্রমোদী (Narendra Modi)। তিনি আজটুইটারেলিখেছেন, 'ভারতআরওএকটিমাইলফলকতৈরিকরেছে।ভারতেরপ্রথমসৌরঅবজারভেটরিআদিত্য-এল১তারগন্তব্যেপৌঁছেছে।এটিসবচেয়েজটিলমহাকাশমিশনগুলিরমধ্যেউপলব্ধিকরারক্ষেত্রেআমাদেরবিজ্ঞানীদেরনিরলসনিষ্ঠারপ্রমাণ।এইঅসাধারণকৃতিত্বেরপ্রশংসায়আমিজাতিরসাথেযোগদিচ্ছি।আমরামানবতারকল্যাণেবিজ্ঞানেরনতুনদিগন্তঅনুসরণকরেযাবো।‘