New Update
/anm-bengali/media/media_files/2025/03/11/nkx3iCPydj1rRcCJpjHG.jpg)
নিজস্ব সংবাদদাতা : এবার প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের ব্যাপক উন্নতির খতিয়ান দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন,''আগে আমাদের দেশ বিদেশ থেকে শুধু অস্ত্র কিনে, সেগুলি প্রতিরক্ষার কাজে লাগাতো। কিন্তু এখন ভারত এইক্ষেত্রে স্বনির্ভর হয়েছে।''
/anm-bengali/media/media_files/2025/04/23/Id2Mcz7nko0mqEslrWjK.jpg)
এরপর তিনি বলেন,''এখন আমরা দেশীয় প্রযুক্তিতে অস্ত্র নির্মাণ করি। আজ ১০০-এর বেশি দেশ ভারত থেকে অস্ত্র কেনে। এই অস্ত্র রপ্তানির মাধ্যমে আমাদের অর্থব্যবস্থাও দারুন উন্নতি করেছে।''
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us