৪ লক্ষ নিয়োগপত্র! চাকরির মেলা

দেশে শুরু হয়েছিল জব ফেয়ার বা চাকরি মেলা। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রেকর্ড সংখ্যক নিয়োগপত্র প্রদান করেছেন বলে জানা গিয়েছে। সেই সঙ্গে দিয়েছেন বড় বার্তা।

author-image
Pritam Santra
New Update
modi angry.jpg

নিজস্ব সংবাদদাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার ষষ্ঠ জব ফেয়ারে ৭১,১২৬ জন যুবককে নিয়োগপত্র বিতরণ করেন। ২০ টিরও বেশি রাজ্যের প্রায় ৪৩ টি স্থানে এই ইভেন্টটি অনুষ্ঠিত হয়েছিল। প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন। প্রধানমন্ত্রী ২০২২ সালের ২২ অক্টোবর চাকরি মেলার প্রথম পর্বের উদ্বোধন করেছিলেন। গত ৮ মাসে ৬টি মেলায় ৪ লাখ ৩৩ হাজারের বেশি মানুষকে যোগদানপত্র দিয়েছেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার অমৃতযুগে যে সব যুবক-যুবতী চাকরি পেয়েছেন, তাদের আগামী ২৫ বছরের মধ্যে উন্নত ভারতের স্বপ্ন বাস্তবায়িত করতে হবে। তিনি বলেন, এমন কিছু দল রয়েছে যারা স্বজনপোষণ, দুর্নীতিতে লিপ্ত এবং দেশের যুবসমাজকে লুট করে। তাদের পথ হচ্ছে 'রেট কার্ড', আর আমরা তরুণদের ভবিষ্যত 'সুরক্ষিত' করতে কাজ করছি।